মাদরাসার ইতিহাস
বিসমিল্লাহির রহমানির রাহীম
উদ্ভাদুল আসাতিযা আলহাজ্ব মাওলানা মুফতি ঈসা সাহেব রহ. উক্ত প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং তার মাধ্যমেই উক্ত প্রতিষ্ঠানের নাম “দারুল উলূম ফয়জিয়া মুহিউস সুন্নাহ” নামকরণ করা হয়। এটি একটি খালেস ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। যা মুসলিহে উম্মত, মুজাদ্দিদে মিল্লাত মুফতি আযম ফয়জুল্লাহ রহ. এর মাসলাকে তথা কুরআন সুন্নাহ আকাবিরে আসলাফ ও সালাফে সালিহীন এর তরিকায় পরিচালিত হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মুফতি ঈসা সাহেব রহ.এর দুআর মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের সূচনা হয়।
মুফতি ঈসা সাহেব রহ. গাংগর গ্রামের বাসিন্দা জনাব মৃত নুরুল হক সাহেব থেকে এক একর তথা ১০০ শতাংশ জায়গা নিজ নামে ক্রয় করে “দারুল উলূম ফয়জিয়া মুহিউস সুন্নাহ” মাদরাসার নামে দানপত্র দলীল করে দেন। পরবর্তীতে আরো বেশ কিছু জমি মাদরাসার নামে ক্রয় করা হয়।
সভাপতি সাহেবের বাণী
#
মুহতামিম সাহেবের বাণী
আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
বাদ সালাম, আশা করি ভালো আছেন, আপনাদের প্রাণপ্রিয় খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি আল্লাহর ফযলে আপনাদের সার্বিক সহযোগীতায় সুন্দরভাবে চলতি শিক্ষাবর্ষ পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানটির প্রতি আপনাদের নেক নজর ও দোয়া কামনা করছি ।
আরজগুজার
মুফতী আব্দুল কাইয়ূম
মুহতামিম, অত্র মাদরাসা
মোবাইল: ০১৮২৪-৮১৫৫৮৭